নিউজ ব্যাংক ২৪. নেট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকেই দলীয় মনোনয়ন চাই। হঠাৎ আসা বসন্তের কোকিলদের আমরা চাই না। তারা দীর্ঘ ১৬ বছর আমাদের কোনো খোঁজ নেয়নি, অথচ এখন গাড়িবহর নিয়ে কর্মসূচিতে এসে নিজেদের জাহির করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীদের এসব সুযোগসন্ধানী, সুবিধাবাদী শিল্পপতিদের কাছ থেকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
রবিবার ২৯ জুন বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে এডভোকেট টিপু আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দলের প্রতি নিবেদিত প্রাণ ত্যাগী কর্মীরাই বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে আসবে। ফ্যাসিবাদের দোসর ও দালালদেরকে দলের প্রাথমিক সদস্যপদও দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের দোসর হাইব্রিডদেরকে আশ্রয়-প্রশ্রয় দিবো না। তাদেরকে কোনো রকম পৃষ্ঠপোষকতা কিংবা সুযোগ দেওয়া হবে না। বিএনপির প্রাথমিক সদস্যপদও তাদের জন্য উন্মুক্ত নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাঈদ উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন: গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন শিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ফকির, সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান লিমন, সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, গোগনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদ মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতৃবৃন্দ জামাল হোসেন, আব্দুল লতিফ, কবির হোসেন এবং গোগনগর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পপি আক্তার প্রমুখ।