28 Boishakh 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / হবিগঞ্জে রাস্তা দখল নিয়ে সংঘর্ষে দশ শিশুসহ আহত ৩০

হবিগঞ্জে রাস্তা দখল নিয়ে সংঘর্ষে দশ শিশুসহ আহত ৩০

নিউজ ব্যাংক ২৪. নেট : হবিগঞ্জে রাস্তার জায়গা দখলকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দশ শিশুসহ ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জ সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের সুন্দর আলীর লোকজনের সঙ্গে পার্শ্ববর্তী বনগাঁও গ্রামের আলী হোসেন লোকজনের এই সংর্ঘষ হয়।

আহত শিশুরা হলো— জান্নাত (৬), সুলতানা (৮), সায়েম (৫), সাদত (২), নুশরাত (৩), সিয়াম (৫), ইতি (১০), সামিয়া (৩), সুমাইয়া (৪)।

এছাড়াও যারা আহত হন— সুন্দর আলী (৭০), আব্দুল খালেক (৮০), ইদ্রিছ আলী (৩৫), কাউছার মিয়া (৩০), ফরিদ মিয়া (৫০), লাইলী আক্তার (৩৫), জোসনা বেগম (৪০), নাছিমা আক্তার (৩০), ফুলবানু (৬০) সহ ২০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কৃষ্ণরামপুর গ্রামের সুন্দর আলীর লোকজনের সঙ্গে পার্শ্ববর্তী বনগাও গ্রামের আলী হোসেনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে আলী হোসেনের লোকজন রাস্তার জায়গা ভরাট করে ফেলে। এতে সুন্দর আলীর লোকজন বাধা দিলে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন...

সাতক্ষীরায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই সাবেক র‌্যাব সদস্য নিহত

নিউজ ব্যাংক ২৪. নেট : সাতক্ষীরার বলাডাঙ্গায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই বরখাস্তকৃত র‌্যাব সদস্য …