নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-২৬ উপলক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কর্তৃক মনোনীত সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হিমালয় চাইনিজ এন্ড রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সবুজ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক এডভোকেট আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট মো. জসিম উদ্দিন সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে দেশের বিচার ব্যবস্থার উপর প্রশাসনের হস্তক্ষেপ থাকে সে দেশের জনগণ ন্যায়বিচার পেতে পারেনা। আইনজীবীদের স্লোগান হওয়া উচিত, বিচার বিভাগকে স্বাধীন ও স্বতন্ত্র করতে হবে। যে যায় লঙ্কায় সে হয় রাবন। যারাই ক্ষমতার মসনদে বসে তারাই আইনজীবীদের কথা ভুলে যায়। এবার আইনজীবীরা, যুবকরা জেগে উঠেছে। আমাদের দাবী না মেনে নেওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবোনা।
তিনি আরও বলেন, হুমকি-ধমকি দিয়ে কাজ হবেনা। ৩৬ জুলাই তার বড় প্রমান। যেহেতু আমরা রক্ত দিতে শিখেছি সেহেতু ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনে আবার রক্ত দিবো। কিন্তু মানুষের ন্যায্য অধিকার থেকে পিছপা হওয়া যাবেনা।
এসময় সভাপতি প্রার্থী তাদের নির্বাচনী ইসতেহার ঘোষনা করেন। যেখানে দফা উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সহ-পরিচালক এড. শাহাদাত আলী ইমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এড. মতিউর রহমান আকন্দ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনউদ্দীন আহমদ, মহানগরের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী এড. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এড. আল-আমিন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. মজিবুর রহমান, সমাজ সেবা সম্পাদক এড. নূর-ই-আলম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মাসুদুর রহমান, কার্যকরী সদস্য এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. তাওফিকুল ইসলাম, এড. সাইফুল ইসলাম সহ প্রমুখ।