নিউজ ব্যাংকঃ
রাগীব হাসান ভুইয়াঃ মানবিকতায় ওরা অদম্য-অবিচল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নিম্ন-মধ্যবিত্ত-দুঃস্থ-অসহায়-গরিব ও শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠছে ঠিক তখনই ছবির হাট সংস্থার প্রজেক্ট এক টাকায় খাবার এর বাজিমাত। প্রজেক্ট এক টাকায় খাবার এর সেচ্ছাসেবকবৃন্দ এক টাকার বিনিময়ে এক বেলার খাবার নিয়ে পৌঁছে যাচ্ছে সমাজের নিম্ন-মধ্যবিত্ত-দুঃস্থ-অসহায়-গরিব ও শ্রমজীবী মানুষের মাঝে। শুনতে অবাক লাগলেও সত্য তারা এই খাবার জোগান দেয়ার জন্য কোনো অনুদান চায়না বা নেয়না সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে চলছে তাদের এই মহতী প্রজেক্ট-টি।
এসময় নারায়ণগঞ্জ এর সেচ্ছাসেবক প্রধান মোঃ শাখাওয়াত হোসেন এর সাথে আলাপকালে জানা যায় প্রজেক্ট-টি ২০১২ সালে থেকে তাদের কার্যক্রম শুরু করলেও নারায়ণগঞ্জে এর কাজ শুরু হয় ২০১৭ সালে, বর্তমানে এই প্রজেক্টটি নারায়ণগঞ্জ সহ দেশের মোট ২২ টি জেলায় তাদের কার্যক্রম দূর্বার গতিতে অব্যাহত রেখেছে, পাশাপাশি ভারত, নেপাল, পুর্ব আফ্রিকা, সিরিয়া সহ বিভিন্ন দেশে দুঃস্থ-অসহায়-দরিদ্র মানুষদের জন্য ছোট আকারে এই খাবারের দোকান চালু হয়েছে।
আরও আলাপকালে নারায়ণগঞ্জ টিম এর পরামর্শক ও উপদেষ্টা ফাতেমাতুজ জোহরা বলেন এই রমজানে দেশের পরিস্থিতি বিবেচনা করে ও এসব মানুষের কথা মাথায় রেখে পুরো রমজান মাস জুড়েই নারায়ণগঞ্জের ২৫ টি লোকেশনে তারা প্রতিদিন ১০০-১৫০ জন দুঃস্থ-অসহায়-দরিদ্র মানুষকে ইফতার করাচ্ছে যার জন্য ৭ টি রান্নাঘরে চলছে তাদের এই কার্যক্রম, যা এক কথায় প্রশংসার দাবিদার।