নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, শুক্রবার ৪ নভেম্বর ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ ফুটওভার ব্রিজের নিচে ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী নূর ইসলাম ওরফে নুরু (৩৮), পিতা-মৃত আলী আশরাফ ওরফে তিতু মিয়া, মাতা-বিলাত, স্থায়ী সাং-ধনপুর, বালুয়ারচর, ৬নং ওয়ার্ড, জগন্নাথপুর ইউপি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’কে মাদকদ্রব্য ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধারসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।