নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস্য উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রীক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ১০ আগস্ট ২০২২ইং তারিখে বিকাল আনুমানিক ১৭০৫ ঘটিকায় র্যাব-১১ এর একটি চৌকশ আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি রায়পুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ ২১ বছর ধরে পলাতক ১৭ বছরের কারাদন্ডে দন্ডিত অস্ত্রধারী সন্ত্রাসী জামাল হোসেন (৫০), পিতা- দাদন মিয়া, সাং- গঙ্গানগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি- সাং- বালুয়াকান্দি, রায়পাড়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামি একজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী। উক্ত সন্ত্রাসীর বিরুদ্ধে ২০০১ সালে ফতুল্লা থানায় ঞযব অৎসং অপঃ ১৮৭৮ আইনে একটি মামলা দায়ের হয় যার মামলা নং-১৮(১২) ০১। আসামীর স্বীকারোক্তি মতে, পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী হতে গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং বিগত দীর্ঘ ২১ বছর সে উক্ত মামলায় পলাতক ছিলো। উক্ত আসামীর বিরুদ্ধে ঞযব অৎসং অপঃ ১৮৭৮ এর ১৯অ এবং ১৯ (ঋ) ধারা পৃথকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে বিজ্ঞ আদালত তাকে মোট ১৭ বছর কারাদন্ড প্রদান করেন। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁও এবং গজারিয়া থানায় পৃথক দুইটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।