27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / ২৫ হাজার টাকা মজুরি জন্য প্রয়োজনে ধর্মঘট হবে- জিটিইউসি

২৫ হাজার টাকা মজুরি জন্য প্রয়োজনে ধর্মঘট হবে- জিটিইউসি

নিউজ ব্যাংক ২৪. নেট : ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কাঁচপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে গত ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার বিকাল ৪ টায় কাঁচপুর ব্রিজের নিচে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, সহ-সভাপতি আঃ সালাম বাবুল, জেলা কমিটির নেতা দিলীপ কুমার দাস, মোঃ আওলাদ হোসেন প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, গত কয়েক বছরে নিত্য পণ্যের মূল্য শতভাগ বেড়েছে। কোন কোন দ্রব্যের মূল্য দুইশত ভাগ বেড়েছে। এই অবস্থায় একটা শ্রমিকের পরিবার বাঁচাতে হলে কমপক্ষে ৩০ হাজার টাকা দরকার। আমরা ২৫ হাজার টাকা মজুরি বেশি দাবি করিনি। মজুরি বোর্ড গঠন হয়েছে কিন্তু আলোচনা নিয়ে তালবাহানা করা হচ্ছে। আমরা অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন শিল্পাঞ্চলে গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নামতে শুরু করেছে। দাবি নিয়ে তালবাহানা করলে, এই অক্টোবরের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা করতে হবে। না করলে নভেম্বরে ধর্মঘট করে দাবি আদায় করা হবে।

নেতৃবৃন্দ আরও বলেন শ্রমিকদের জন্য বাসস্থান ও রেশনিং এর ব্যবস্থা করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। সকল কালো আইন বাতিল করতে হবে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে।

নেতৃবৃন্দ আগামী ১৩ অক্টোবর ২০২৩, শুক্রবার গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা সম্মেলনে কাঁচপুর অঞ্চলের শ্রমিক বন্ধুদের অংশগ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন...

না’গঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার …