26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিউজ ব্যাংক ২৪. নেট : ঝালকাঠির কাঠালিয়ায় অপরহণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান সিকদারকে (৫০) ২৭ বছর পর গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা পুলিশ। মিজান বড় উপজেলা কাঠালিয়া গ্রামের বাসিন্দা।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আটক মিজানুরকে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে ঝালকাঠি জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, মিজানুর রহমান সিকদার বরগুনা জেলার বেতাগী সদর উপজেলার আছমা আক্তার নামের এক নারীকে ১৯৯৬ সালে চাকরি দেওয়ার নামে ঢাকায় নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষিতা আছমা আক্তার মিজানকে আসামি করে বেতাগী থানায় অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় যাবজ্জীবন সাজা হলেও মিজান বিভিন্ন ছদ্ম নাম ব্যবহার করে দীর্ঘ ২৭ বছর পালিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধায় র‌্যাব-৮ ও র‌্যাব-২ এর সহযোগিতায় কাঠালিয়া থানা পুলিশ বরগুনার বামনা থেকে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন...

ইউনাইটেড কস্টিউম লিঃ ও আর.এন নিট টেক্স লিঃ এর সকল শ্রমিকদের ১২ দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ইউনাইটেড কস্টিউম লিমিটেড ও আর.এন নিট টেক্স লিমিটেড এর …