26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / ৮০ হাজার পিছ ইয়াবাসহ দিলশানকে গ্রেফতার করে পুলিশ- এসপি রাসেল

৮০ হাজার পিছ ইয়াবাসহ দিলশানকে গ্রেফতার করে পুলিশ- এসপি রাসেল

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ৮০ হাজার ইয়াবাসহ দিলশান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ১৭ জুলাই দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দিলশান নীলফামারী সদর থানার কানিয়াল খাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালানো হয়। কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে দিলশান নামের ওই যুবকের কাছ থেকে ৮০ হাজার ইয়াবা পাওয়া হয়। তাকে আটকের পর সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন...

পূজায় বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া সবই শান্তিপূর্ণ ভাবে হচ্ছে- র‍্যাবের মহাপরিচালক

নিউজ ব্যাংক ২৪. নেট : র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত পূজায় …