15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা। দেশ বাসির করোনা মুক্তির জন্য দোয়া চাই- রাগীব হাসান ভুইয়া

নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা। দেশ বাসির করোনা মুক্তির জন্য দোয়া চাই- রাগীব হাসান ভুইয়া

নিউজ ব্যাংক ২৪ ডট নেট: নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি, ইউনাইটেড ক্লাব লিমিটেডের ক্রিড়া সম্পাদক, নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির কার্যকরি সদস্য, ্বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক রাগীব হাসান ভুইয়া নারায়ণগঞ্জ বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

রাগীব হাসান ভুইয়া বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে মহান সৃষ্টি কর্তার নিকট আনুগত্য প্রকাশের জন্য তাকে খুশি করার জন্য আমরা রোজা রেখেছি। প্রতি বছরের মত  এ বছর ঈদ টা একটু ভিন্ন। আমরা সবাই এক আতঙ্কে মহামারি করনা ভাইরাসের মধ্যে আছি। এবাার হয়তো ঈদের দিন একজন আরেক জনের বাসায় যাবো না। ঈদের নামাজের পর কোলাকোলি কিংবা হাত মিলানো হবে না। হয়তো কোথাও ঘুরতে যাওয়া যাবে না। তারপর ও আমরা বাসায় বসে ঈদ উদযাপন করবো। বেচে থাকলে হাজার ঈদ পালন করতে পারবো। সবাই দোয়া করবেন যেনো এই মহামারি থেকে আমরা রক্ষা পাই।

আরও পড়ুন...

২য় দিনের মত ঠান্ডা শরবত খাওয়ালেন রাগিব ভুইয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা, ইউনাইটেড ক্লাব লিমিটেড এর অর্থ …