17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে বান্দরবানে ঢাবি শিক্ষার্থীসহ নিহত ২

পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে বান্দরবানে ঢাবি শিক্ষার্থীসহ নিহত ২

নিউজ ব্যাংক ২৪. নেট : বান্দরবানের রুমায় পর্যটকবাহী একটি গাড়ি পাহাড়ি খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। হতাহতরা সবাই নারী।

শনিবার বেলা ১১টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের দার্জিলিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতরা হলেন- রাফান (১২), ঊষসী নাগ (১৫), ডা. জবা রায় (৪৫), তাহমিনা তানজীম তালুকদার (১৯), তাসনিম (২১), রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫) ও স্বর্ণা (২৩), আমেনা বেগম (৬০), ইতু (১৬) ও মাহফুজা ইসলাম রূপা (৪৫)।

ঘটনাস্থল থেকে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে যায় সেনাবাহিনী ও বিজিবি। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন...

ইউনাইটেড কস্টিউম লিঃ ও আর.এন নিট টেক্স লিঃ এর সকল শ্রমিকদের ১২ দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ইউনাইটেড কস্টিউম লিমিটেড ও আর.এন নিট টেক্স লিমিটেড এর …