15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ১৬ বছরের কিশোর গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ১৬ বছরের কিশোর গ্রেপ্তার

নিউজ ব্যাংক ২৪. নেট :  ১৬ বছর বয়সী কিশোর সাদমান শাকিব পিয়াল একই এলাকার এক কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কিশোর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডস্থ হিরাঝিল আবাসিক এলাকার বাসিন্দা মো: মাহফুজুর রহমানের ছেলে।

ধর্ষণের ঘটনায় রবিবার (২৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী কিশোরীর পিতা মো: শাহাবুদ্দিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন রাতেই অভিযুক্তকে হিরাঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী নবম শ্রেনীর শিক্ষার্থী। তার বয়স ১৪ বছর। অভিযুক্ত কিশোর পিয়াল ও কিশোরী একই এলাকায় বসবাস করার কারনে এক অপরের পূর্ব পরিচিত। অভিযুক্ত কিশোর প্রায় সময়ই রাস্তাঘাটে কিশোরীকে বিরক্ত করে থাকতেন। গেলো ২৫ জানুয়ারি বাদীর পিতা কক্সবাজারে বেড়াতে যান। তখন তাদের বাসায় শুধু বৃদ্ধা নানী শ্বাশুড়ী (কানে শুনে না) ও তার কিশোরী মেয়েকে বাসায় রেখে যান। এ সুযোগে কাজে লাগিয়ে ২৭ জানুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে অভিযুক্ত ভুক্তভোগীর বাসায় দরজায় বারবার নক করতে থাকে। একপর্যায়ে ওই কিশোরী মেয়ে দরজা খুললে পিয়াল জোরপূর্বক ঘরে প্রবেশ করে ওই মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। ধর্ষণ বিষয়ে কাউকে কিছু বললে কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

গ্রেপ্তারকৃত ওই ছেলেকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক।

আরও পড়ুন...

সাবেক ডিআইজি গাজী মোজাম্মেল গং এর বিরুদ্ধে বসতবাড়ী অবৈধ দখলে অভিযোগ

নিউজ ব্যাংক ২৪. নেট : ভূমিদস্যু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, …