15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / ঋষিপাড়ায় নাসিকের সেবক কলোনীর পার্ট সি এর পাইল ড্রাইভ কাজের উদ্বোধন করেন প্যানেল মেয়র বিভা

ঋষিপাড়ায় নাসিকের সেবক কলোনীর পার্ট সি এর পাইল ড্রাইভ কাজের উদ্বোধন করেন প্যানেল মেয়র বিভা

নিউজ ব্যাংক ২৪ ডট নেট :  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডস্থ পাইকপাড়া ঋষিপাড়া এলাকায়   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সেবক কলোনীর পার্ট সি এর পাইল ড্রাইভ কাজের উদ্বোধন করেন নাসিক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান।

শনিবার ৮ই আগষ্ট দুপুরে এ কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১৭নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল করিম বাবু, প্রজেক্ট ডিরেক্টর (পিডি) মোহাম্মদ ইউসুফ আলী, নাসিকের পৌকশলী মশিউর রহমান। আরো উপস্থিত ছিলেন বশির আহাম্মেদ, মকবুল হোসেন, আমির হোসেন, সেলিম হোসেন, আব্দুল বাতেন, স্বাধীন ও সোহেল প্রমূখ।

আরও পড়ুন...

২য় দিনের মত ঠান্ডা শরবত খাওয়ালেন রাগিব ভুইয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা, ইউনাইটেড ক্লাব লিমিটেড এর অর্থ …