15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / কিশোর গ্যাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

কিশোর গ্যাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

নিউজ ব্যাংক ২৪. নেট : কিশোর গ্যাং বা কিশোর অপরাধ মোকাবিলায় স্বরাষ্ট্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথাগতভাবে যেভাবে অপরাধীদের মূল্যায়ন করা হয় সেভাবে কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের না দেখে তাদের সংশোধনের সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সমাজকল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। পাশাপাশি অন্য দাগী অপরাধীদের সঙ্গে তাদের একই কারাগারে রাখা যাবে না বলে প্রধানমন্ত্রী নির্দেশ দেন।

এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এই কিশোর গ্যাংদের সংশোধনের জন্য প্রকল্পের আওতায় এনে সংশোধনের উদ্যোগ নিতে বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরও পড়ুন...

এল.এ কেসের এম.আই.সি.আর চেক বিতরণ করেন না’গঞ্জের ডিসি জাহিদুল 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জায়গার …