নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি আবদুস সালাম তৃতীয় বারের মতো সভাপতি এবং চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

এ ছাড়া সহ সভাপতি হিসেবে ইমামুল হাসান স্বপন, সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, অর্থ সম্পাদক শওকত এ সৈকত, কার্যকরী কমিটির সদস্য আফজাল হোসেন পন্টি, আনিসুর রহমান জুয়েল, সাবিত আল হাসান, শরীফ উদ্দিন সবুজ ও রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।
এর আগে সোমবার ১৫ জুলাই সকালে স্থানীয় একটি রেষ্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ সভাপতি মধুসূদন মন্ডল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
newsbank24.net সত্যের পথে সবসময়