17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / ধর্মীয় অনুষ্ঠান / কাউন্সিলর খোরশেদ আমার আইডল- পুলিশ সুপার প্রত্যুষ কুমার

কাউন্সিলর খোরশেদ আমার আইডল- পুলিশ সুপার প্রত্যুষ কুমার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে আইডল মনে করি প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
বুধবার ৯ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ রবিদাস পাড়ায় শারদীয় দূর্গা পূজার অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি তিনি আরও বলেন, এখানে খোরশেদ কমিশনারের মতো মানুষ আছেন। যিনি মানবতার একটা প্রকৃষ্ট উদাহরণ। যে মানুষ করোনার সময় নিজের জীবন বাঁজি রাখছে, তাকে আমি আমার আইডল মনে করি। উনার সাথে যখন দেখা হয়, আমি তাকে বলেছি আমি আপনাকে আইডল মনে করি।

বুধবার (৯ অক্টোবর) নগরীর চাষাড়ায় রবিদাসপাড়ায় শারদীয় দূর্গা পূজার অনুষ্ঠানে একথা বলেন তিনি

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, উনি আমাকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য অনুরোধ করেছিলেন। তার বিরুদ্ধে ৭৮ টা মামলা ছিল। আমি আইজিপি স্যারের সাথে কথা বলে তাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছি। একজন খোরশেদ কমিশনার সমাজে জন্ম নিতে অনেক দিন লাগে। আমি তাকে মন থেকে শ্রদ্ধা করি।

তিনি আরও বলেন, ঈশ্বর আমাদের সবার। ঈশ্বর কখনও ভাগ করা যায় না। যে গরীব সে ঈশ্বরকে ডাকে, যে ধনী সেও ঈশ্বরকে ডাকে। আর ঈশ্বরের রূপ একটাই। ঈশ্বরকে দামী পোষাক দিয়ে খুব আয়োজন করে ডাকলে ঈশ্বর সন্তুষ্ট হোন, কম আয়োজনে কম দামী পোষাক দিয়ে ডাকলে ঈশ্বর সন্তুষ্ট হোন না এমনটি নয়। আসলে জীবনের ভিতরে জীবের মানবিকতার ভিতরে ঈশ্বর লুকানো। মা দূর্গার পূজাতেও যখন প্রতিমা গড়ানো হয়, তখন প্রতিটা কোণায় মাটি লাগে। এর কারণ, মার প্রতিমাতে সবারই অবদান আছে, শুধু ধনীদের অবদান না।

আরও পড়ুন...

না’গঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত

নিউজ ব্যাংক ২৪. নেট : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের …