26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক গণমিছিলে মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক গণমিছিলে মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান

নিউজ ব্যাংক ২৪. নেট : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ভারতে ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও ধর্মবিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শনিবার বিকাল ৩টার গণমিছিলে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজকের গণমিছিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, সংস্কারের আগে নির্বাচন নয়। আগে সংস্কার; পরে নির্বাচন। সংস্কারের আগে গুন্ডামি মার্কা নির্বাচন জনগণ সহ্য করবে না। জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অচিরেই মার্চ ফর ঢাকা” কর্মসূচি আসছে। আগে সংস্কার পরে নির্বাচন এ দাবিতে আমরা অচিরেই মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করবো। জনতা নির্ধারণ করবে আগে নির্বাচন নাকি আগে সংস্কার?
তিনি মোদী সরকারের উদ্দেশে বলেন, আপনার সামনে ভালো দেখছি না। আপনার ঘাড়ে ভূত চেপে বসেছে। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন। কিন্তু মুসলমানরা ভুলে যায়নি। মুসলমানরা জাগ্রত হলে আপনার মসনদ তছনছ হয়ে যাবে।
তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, ওআইসিসহ সকল সংস্থাগুলোকে ভারতের নির্মমতার বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন...

শেখ হাসিনাকে ফাসির কাস্টে ঝোলানোর আগে বাংলাদেশে কোন নির্বাচন হবেনা- জুনায়েদ আল হাবিব

নিউজ ব্যাংক ২৪. নেট : হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব …