17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / জিমখানা পার্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১ যুবক নিহত

জিমখানা পার্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১ যুবক নিহত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ শহরের জিমখানা পার্ক এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহাদাৎ (৩৭) নামের এক যুবক নিহত হয়েছে।

 

বুধবার ১৪ মে দিবাগত রাত সাড়ে দশটায় জিমখানা সিটি পার্কের সুইমিংপুলের দক্ষিণ পাশের গেইটের সামনে এঘটনা ঘটে। সে নতুন জিমখানা এলাকার মৃত গিয়াসউদ্দিন মিয়ার ছেলে ও স্বপনের বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শাহাদাতের সাথে কয়েকজন যুবকের হঠাৎ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করান। আহত শাহাদাতের প্রচুর রক্তক্ষরণ হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করে।

নিহতের বড় বোন বলেন, যারা এ হত্যার সাথে জরিত তাদের গ্রেফতার ও শাস্তি দাবি জানাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহাদাত চিহ্নিত মাদক ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার দ্বন্দ্বে এহত্যাকান্ড হতে পারে। হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে।

আরও পড়ুন...

না’গঞ্জে ২৭ যানবাহন জব্দ, ২৯ মামলায় লাখ টাকা জরিমানা আদায়

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার …