নিউজ ব্যাংক ২৪. নেট : কথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত বন্ধ, নিউমুড়িং টার্মিনাল বিদেশী দেওয়ার প্রক্রিয়া এবং কাতারকে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা প্রতিষ্ঠার অনুমতি দেয়া বন্ধের দাবিতে বৃহস্পতিবার ১৫ মে বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম।
বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলা নেতা দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য সেলিম মাহমুদ, সিপিবি নেতা ইকবাল হোসেন ।
নেতৃবৃন্দ বলেন, আন্তঃদেশীয় মানবিক করিডোরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলসমূহের সাথে কোন রকম আলোচনা ও সম্মতি ছাড়া অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণ জাতিকে নিয়ে পাশা খেলার সামিল। কোন শর্তে করিডোর? রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে কী মনোভাব? আরাকান আর্মির সাথে এ বিষয়ে কোন যোগাযোগ হয়েছে কীনা? মায়ানমার সরকার বিষয়টি কীভাবে দেখবে? তাদের সাথে সরকারি পর্যায়ে কোন আলোচনা হয়েছে কীনা? চীন এটাকে কীভাবে নিবে এসব বিষয়ে খোলামেলা আলোচনা জাতির সামনে পরিষ্কার করা উচিত।
নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার যেমন সাম্রাজ্যবাদী ভারতের স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিল। ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারও কি মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে রাখাইনে মানবিক করিডোর দিয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকীতে ফেলে সাম্রাজ্যবাদী যুদ্ধের ক্রীড়নক হিসেবে বাংলাদেশকে গাজা বা ইউক্রেন বানাতে চাইছে? বিবিসি’র ভাষ্য মতে ‘যুদ্ধ চলমান যে সব জায়গায় মানবিক করিডোর করা হয়েছে, সেগুলোকে শেষ পর্যন্ত শুধুমাত্র মানবিক করিডোরে সীমাবদ্ধ রাখা যায়নি, বরং এর সঙ্গে সামরিক
নানা বিষয় যুক্ত হয়ে পড়েছে।’
নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং টার্মিনাল পিপিপিতে বিদেশি কোম্পানীকে দেয়ার প্রক্রিয়া চলছে। নিউমুড়িং টার্মিনাল বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। বন্দরের প্রায় অর্ধেক মালামাল এ টার্মিনাল দিয়ে আসাযাওয়া করে। এটা বিদেশীদের দিলে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিঘিœত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। নেতৃবৃন্দ কথিত মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত বাতিল, নিউমুড়িং টার্মিনাল বিদেশীদের দেয়া এবং কাতারের সামরিক সরঞ্জাম কারখানা আমাদের দেশে স্থাপনের প্রক্রিয়া বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে দেশের স্বার্থ বিকিয়ে
সাম্রাজ্যবাদী আমেরিকার যুদ্ধ চক্রান্তে জড়ানোর অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল রাজনৈতিক দল, সংগঠন ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।