17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / রাষ্ট্র মেরামতে সকল রাজনৈতিক দলের সাথে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা সভা

রাষ্ট্র মেরামতে সকল রাজনৈতিক দলের সাথে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা সভা

নিউজ ব্যাংক ২৪. নেট :  রাষ্ট্র মেরামতে আমাদের ভাবনা শীর্ষক আলোচনা সভা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আয়োজনে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৩ জুন বিকালে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ সংগঠন কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান’র সভাপতিত্বে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও মহানগর শাখার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. মাসুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আহম্মদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী হারুনুর রশীদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মো. আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মুফতী এহতেশামুর হক কাসেমী, খেলাফত মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য মুফতী আনিস আনসারী,গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাদারণ সম্পাদক রাহুল আরিফিন,গণসংহতি আন্দোলননারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন এর আবু বক্কর দুলাল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা মাসরুর আহসাদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ই আগষ্ট পরবর্তী বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন। দেশে সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা হয়। তাছাড়া দেশের আইন শৃংখলা পরিস্থিতি উদ্বেগজনক থাকায় প্রশাসনের কার্যক্রম তরান্বিত করার আহবান জানান নেতৃবৃন্দ। পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং ৭১ এর মহান মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদেও রূহের মাগফিরাত কামনা কওে দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আরও পড়ুন...

সদর থানা মৎস্যজীবী দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ ব্যাংক ২৪. নেট : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় …