17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / না’গঞ্জের ডিসির সাথে ইসলামী আন্দোলন-এর দায়িত্বশীলদের বিশেষ মতবিনিময়

না’গঞ্জের ডিসির সাথে ইসলামী আন্দোলন-এর দায়িত্বশীলদের বিশেষ মতবিনিময়

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দায়িত্বশীলবৃন্দ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সাথে বিশেষ মতিবিনিময় করেন।
মঙ্গলবার ২৪ জুন সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সভাপতি যথাক্রমে মাও. দ্বীন ইসলাম ও মুফতি মাসুম বিল্লাহ। মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় ডিসি সাহেবের সাথে নিম্নোক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়-
১. মাদক এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসনকে শূন্য নীতি গ্রহণ করা এবং এগুলোর সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করে আইনের আওতায় আনা।

২. সন্ত্রাস-চাঁদাবাজি-দখলের বিরুদ্ধে প্রশাসনকে রাজনৈতিক  পক্ষপাতহীন পদক্ষেপ নেওয়া।
৩. করোনা মোকাবিলায় আইসিইউ সেবা চালু। হাসপাতালগুলোতে পর্যাপ্ত করোনা টেষ্টের কীট সরবরাহ করা।
৪. ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে জনসচেতনার উদ্যোগ গ্রহণ । ডেঙ্গু শনাক্তে পর্যাপ্ত  কীট ও চিকিৎসার ব্যবস্থা করা।
৫. যানজট নিরোসনে থ্রি হুইলার নিয়ন্ত্রণ  এবং ফুটপাতকে পথচারীদের চলাচলের উপযুক্ত করার ব্যবস্থা করা।
৬. দ্রুত রাস্তাঘাট মেরামত কাজ সম্পন্ন করে জনভোগান্তি দুর করা

৭. আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে সংগঠিত গুম-খুন হত্যাসহ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র
জনতার হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে আলোচনা হয়।
তাছাড়াও আগামী ২৮ জুলাই ইসলামী আন্দোলনের ঢাকায় মহাসমাবেশ এর প্রচারপত্র ডিসি মহোদয়ের হাতে তুলে দেন।

আরও পড়ুন...

সদর থানা মৎস্যজীবী দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ ব্যাংক ২৪. নেট : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় …