15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জন দূর্ভোগ / না’গঞ্জে শ্রমিকদের ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ – ৫ কিঃমিঃ দীর্ঘ যানজটে জন দুর্ভোগ চরমে

না’গঞ্জে শ্রমিকদের ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ – ৫ কিঃমিঃ দীর্ঘ যানজটে জন দুর্ভোগ চরমে

নিউজ ব্যাংক ২৪. নেট :  বাংলাদেশের অর্থনৈতিক শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় নওয়াব আব্দুল মালেক জুট মিলের শ্রমিকবৃন্দ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মঙ্গলবার ২৪ জুন সকালে নারায়ণগঞ্জের কাচঁপুর শিল্পাঞ্চল  এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন মিল শ্রমিক কর্মচারীরা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আস্বস্ত করলে মহাসড়ক থেকে সরে যায় তারা পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা বলেন, আজকের মধ্যে সব বকেয়া পরিশোধ এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাটাই করাসহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেওয়ার হুমকি দিলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।

কারখানার উপ মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, মালিক পক্ষের কথা বলে শ্রমিকদের আস্বস্ত করলে শ্রমিকরা তা মেনে মহাসড়ক থেকে সড়ে যান, পরে যান চলাচল স্বাভাবিক হয়, আমরা ২ -১ দিনের মধ্যে তাদের বকেয়া পরিশোধ করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন...

না’গঞ্জে বকেয়া বেতনের দাবীতে রাসেল গার্মেন্টস’র শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ শহরের সুনামধন্য পোশাক তৈরি কোম্পানি ‘রাসেল গার্মেন্টস’র শ্রমিকরা হঠাৎ …