নিউজ ব্যাংক ২৪. নেট : “মানবতার কবি নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও জেলা প্রশাসন নারায়ণগঞ্জ কর্তৃক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ জুন বিকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর কথা সাহিত্যিক ও নির্বাহী পরিচালক, কবি মোঃ লতিফুল ইসলাম শিবলী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বৈষম্যহীন পৃথিবী গড়তে এবং তরুণসমাজের চেতনা জাগ্রত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতাই যথেষ্ট। তরুণ প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের পরিচিতি আরও প্রসারিত করতে সারা দেশে নজরুল ইনস্টিটিউট কাজ শুরু করেছে। নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন একজন বিপ্লবী, যিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার গান ও কবিতা আজও তরুণদের প্রাণিত করে। তাই, তার সাহিত্যকর্ম ও সংগ্রামী জীবন সম্পর্কে তরুণ সমাজকে জানাতে হবে। কাজী নজরুল ইসলামের সৃষ্টি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর পরিচালক (উপসচিব) কেএম আল-আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা সহ বিভিন্ন