নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছে গণতান্ত্রিক আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থীরা।
বুধবার ১৩ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেন তাঁরা।
গণতান্ত্রিক আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থীরা হলেন, সভাপতি পদে এড. রেজাউল করিম রেজা, সিনিয়র সহ-সভাপতি পদে এড. সামসুজ্জামান খোকা, সহ-সভাপতি পদে এড. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক এড. শেখ মোঃ গোলাম মোর্শেদ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মোমেন, আপ্যায়ন এড. শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক এড. আলী আজম, ক্রীড়া সম্পাদক এড. মোঃ আফজাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি এড. নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক পদে এড. শেখ মোঃ গোলাম রসূল খসরু, আইন ও মানবাধিকার এড. মোঃ হাবিবুর রহমান মাসুম।
উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।