15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / “তারা কী ধরনের আইনজীবী ! এটা আমার বোধগম্য নয়”- এড. হাফিজ মোল্লা

“তারা কী ধরনের আইনজীবী ! এটা আমার বোধগম্য নয়”- এড. হাফিজ মোল্লা

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত আইনজীবীদের সবুজ প্যানেল পুরোপুরি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেছে। আদালত প্রাঙ্গণে ব্যাপক প্রচার-প্রচারণা করছে সবুজ প্যানেল। এবারের নির্বাচনে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত সমর্থিত আইনজীবীদের সবুজ প্যানেল। প্রচারণা শেষে জামায়াত পন্থি আইনজীবীরা অপর প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ করেন। তাছাড়া নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে অনুরোধ করেন জামায়াতের আইনজীবী নেতৃবৃন্দ।

বুধবার ​২০ আগষ্ট দুপুরে সবুজ প্যানেলের প্রার্থীরা নারায়ণগঞ্জ  আদালতপাড়ায় বিভিন্ন চেম্বার এবং আইনজীবীদের কার্যালয়ে গিয়ে তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

​গণসংযোগ শেষে বার ভবনের সামনে সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী এড. হাফিজ মোল্লা বলেন, আইনজীবীরা হচ্ছে আদর্শের প্রতীক, তাদের কাছ থেকে অন্য পেশার মানুষরা শিখবে। শুধুমাত্র বারের নির্বাচনকে কেন্দ্র করে যদি তারা ভোটারদের হুমকী-ধমকী দেয় তাহলে সাধারণ মানুষ তাদের কাছ থেকে কি শিখবে। আমরা আইনজীবীরা জনগণকে আইন ও ন্যায়ের মাধ্যমে মুক্তি দেই। সেই আইনি পেশা ও নির্বাচনে যদি হুমকি-ধমকী শুনতে হয়, তাহলে তারা কী ধরনের আইনজীবী এটা আমার বোধগম্য নয়। আইনজীবীদের মান-মর্যাদা নষ্ট করা হলে আমরা ১৬০০ আইনজীবী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব।

সাধারণ সম্পাদক প্রার্থী এড. মঈন উদ্দীন মিয়া বলেন, আমরা প্রতিনিয়ত ভোটারদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি, টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে ভোট না দেওয়ার জন্য। একের পর এক আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। গতকাল আমাদের একটি প্রোগ্রামে এসে সরাসরি আমাদের ১৮ ব্যাচের জুনিয়র আইনজীবীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। তাছাড়া নীল প্যানেলের সভাপতি-সেক্রেটারি উপস্থিতিতে জিপি-পিপিদের নিয়ে রাতে গোপনে বৈঠক করে শপথ করানো হচ্ছে, যা একটি প্যানেলকে ভোট দিতে বাধ্য করার অযৌক্তিক প্রচেষ্টা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সবুজ প্যানেলের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. জাহাঙ্গীর দেওয়ান, এড.আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এড. আল-আমিন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন সহ প্যানেলের সকল সদস্যবৃন্দ প্রমুখ।

আরও পড়ুন...

না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যালের প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয়লাভের আশাবাদী

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী …