নিউজ ব্যাংক ২৪. নেট : সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতদন্ত করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
শনিবার ২৩ আগস্ট প্রেরিত এক বিবৃতিতে এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বলেন, নির্মম মৃত্যুতদন্ত ব্যতিত কোনোভাবেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বিষয়ে অন্তবর্তী সরকারের কোনো বক্তব্য জনগণ বিশ্বাস করবে না। তাই চাই সুষ্ঠু তদন্ত করা হোক, সেই সাথে জানানো হোক কিভাবে একজন সিনিয়র সাংবাদিকের লাশ মেঘনা নদীতে পাওয়া গেলো!
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী দ্রুত সময়ের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’-এর মাধ্যমে তাদের রুটি-রুজি-জীবন-জীবিকা নিশ্চিতের পাশাপাশি সরকারের পক্ষ থেকে নিরাপত্তা এবং লেখার স্বাধীনতা নিশ্চিত করারও দাবি জানান বিবৃতিতে।