15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / ট্রাক শ্রমিকদের নির্বাচনের দাবীতে উৎকন্ঠা- ব্যবসায়ীরাও রয়েছে আতঙ্কিত 

ট্রাক শ্রমিকদের নির্বাচনের দাবীতে উৎকন্ঠা- ব্যবসায়ীরাও রয়েছে আতঙ্কিত 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ২৫৫৮) এর বর্তমান পরিস্থিতি নিয়ে নিতাইগঞ্জের সাধারণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কারণ ৫ই আগস্ট ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসন ব্যবস্থার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনৈতিক দলের মতাদর্শী নেতা কর্মীরা উক্ত ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করে। সেই কমিটিতে আহবায়ক হিসেবে অসুস্থ থাকা সত্ত্বেও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আহাম্মেদ নাম উল্লেখ করে যুগ্ম আহবায়ক (ভারপ্রাপ্ত আহবায়ক)  মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. সুজন মাহমুদ এবং সদস্য সচিব বিএনপি নেতা মো. শামীমকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

সেই কমিটির সময় ১ বছরের মাথায় হঠাৎ করে বিশেষ কোন কারনে বিএনপি নেতা হাসান আহাম্মেদের বলয় হতে ট্রাক শ্রমিক ইউনিয়নের দায়িত্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী বুঝে নিয়েছে এমন গুঞ্জন উঠে। ঠিক তার ১ সপ্তাহ পর আবার ঐ একই কমিটিতে যুব দল নেতা সাব্বির আহমেদ শহীদ সদস্য সচিব অর্থাৎ সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝে নেয় আহবায়কের কাছ থেকে। একই দিন গত বুধবার ২০ আগস্ট ইউনিয়নের অন্তর্ভুক্ত পঞ্চবটী ট্রাক স্ট্যান্ডে পৌঁছে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপি নেতা জাকির খান বর্তমান ইউনিয়নের যুগ্ম আহবায়ক মো. সুজন মাহমুদ এবং সদস্য সচিব মো. শামীমকে শ্রমিকদের স্বার্থে কাজ করতে উৎসাহিত করে দায়িত্ব পালনে বিশেষ ভূমিকার জন্য আহবান করেন।
এ বিষয়ে নাম পরিচয় গোপন করে নিতাইগঞ্জের একজন সাধারণ ব্যবসায়ী সাংবাদিকদের বলেন, এই ষ্ট্যান্ডে গত ২০০৪ সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল। এরপর আর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কখনো হয়নি। রাজনৈতিক পালা বদলে একেক জন একেক সময় এর দায়িত্ব নিয়েছেন। কিন্তু সাধারণ শ্রমিকরা কখনো ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে পারে নি। এই কারনে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিতির পাশাপাশি বহিরাগত বিভিন্ন খুনি- সন্ত্রাসীদের আনাগোনা ও অবশ্যম্ভাবী ভাবেই বৃদ্ধি পেয়েছে। আর ফ্যাসিস্ট সরকারের পতনের পর পুরো নিতাইগঞ্জ এলাকায় এই ধরনের  খুনি- সন্ত্রাসীদের আনাগোনা আরও বৃদ্ধি পেয়েছে। আমরা চাই শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হউক। অন্যথায় নিতাইগঞ্জ এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছি।
এ বিষয়ে সাধারণ ট্রাক চালক ও শ্রমিকবৃন্দরা জানায়, আমাদের একই ইউনিয়নের বর্তমানে দুই সিন্ডিকেট নেতৃবৃন্দ। আমরা রয়েছি উৎকন্ঠায়।  নেতৃবৃন্দ নির্বাচনের মাধ্যমে বা সিলেকশনের মাধ্যমে ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করবেন। কোন বিশৃঙ্খলা না করে শান্তির পথে সমাধান করুন। আমরা চাই সঠিক নেতৃত্বের মাধ্যমে আমাদের ট্রাকচালক ও শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের উন্নয়নে কাজ করবে এমন নেতৃত্ব। তাই নির্বাচনের বিকল্প নেই।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …