15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / জনগণ এখন জামায়াতকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়- মাওলানা আবদুল জব্বার 

জনগণ এখন জামায়াতকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়- মাওলানা আবদুল জব্বার 

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর’র উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৯ আগস্ট শুক্রবার বাদ আসর নগরীর তল্লা রেল লাইন এলাকায় নারায়ণগঞ্জ মহানগরীর ১১ নং ওয়ার্ড জামায়াতের  উদ্যােগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী  মাওলানা আবদুল জব্বার। কর্মীদের উদ্যেশে বলেন আল্লাহর রাসূল সব সময় একটি দোয়া করতেন আর তা হলো হেদায়েতের পথে অটুট থাকার জন্য। আল্লাহ পাক আমাদের দ্বীনের পথে পথ চলা আরো সহজ করে দিন। এবং এই পথে অটুট থাকার তৌফিক দান করুন। তিনি আরো বলেন বর্তমানে সারাদেশ একটি রব উঠেছে একটিবার হলেও জামায়াত ইসলামীকে রাষ্ট্র পরিচালনা করতে দেওয়া দরকার। এবং দেশের সাধারণ জনগণ ইসলামের পক্ষে ভোট দিতে মরিয়া হয়ে আছেন। তাই প্রতিটি জামায়াত ইসলামীর কর্মী হকের পক্ষে থেকে দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রাণপণ লড়ে যাবে ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,  নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ, থানা সেক্রেটারি আব্দুর রহিম, থানা কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল ওহাব।
১১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো খোরশেদ আলমের সভাপতিত্বে এমদাদুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি শহিদুল ইসলাম,ও জহিরুল ইসলাম মিন্টু।

আরও পড়ুন...

নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের কল্যানে কাজ করতে হবে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শহীদ তিতুমীর একাডেমী নারায়ণগঞ্জ এর বার্ষিক …