নিউজ ব্যাংক ২৪. নেট : হিন্দু সম্প্রদায়ের মহোৎসব শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়ানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষ হতে শারদ শুভেচ্ছা ও দুর্গা পূজার উপহার হিসেবে অর্থদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়াস্থ শ্রী শ্রী সত্যধাম মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা’র আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি মাহমুদুজ্জামান মাসুদ বলেন, ৫ আগস্টের পর সারাদেশে বিএনপিতে কোন নতুন সদস্য নেওয়া হয় নি। কিন্তু আমাকে কেন নিয়েছে নিশ্চই আমার পুরো পরিবারের খবর নিয়েই তিনি আমাকে সদস্য পদ দিয়েছেন। আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে, ছবির রাজনীতি চলছে। অনেকে বলছে গত ১৬ বছর যাবৎ আমি কোথায় ছিলাম। আমার খবর আপনি পাবেন কোথা থেকে। দলের জন্য আমরা যারা কন্ট্রিবিউশান করেছি যেটা আমরা করেছি সেটার খবর দলের হাইকমান্ড জানে। আপনারা স্বীকার করেন আর না করেন। আমি আমার কাজ দিয়ে প্রমান করবো। কাজ করেই মানুষের মন জয় করবো।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসবটা শুধু সনাতনী ভাইবোনদের না আমাদেরও। আমরা সবাই মিলেমিশে এ উৎসবটা পালন করবো কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে কারন পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হতে পারে। সবাইকে সাবধান থাকতে হবে। জিয়াউর রহমান ও তার পরিবারের কোন সদস্য সংখ্যালঘু শব্দটা পছন্দ করেন না। তাদের কথা একটাই ধর্ম যার যার, দেশ সবার। বিভেদ তারাই সৃষ্টি করে যারা অপ রাজনীতি করে।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট কেন্দ্রীয় সহ সভাপতি জয় কে রায় চৌধুরী, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা ও নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী শংকর কুমার সাহা, দেওভোগ সাধুনাগ মহাশয় আশ্রম মন্দিরের সভাপতি ননি গোপাল সাহা, সাধারণ সম্পাদক শ্রী তারাপদ আচার্য, টানবাজার মিনা বাজার পূজা উৎযাপন কমিটির সভাপতি শ্রী ভবানী শংকর রায়, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক, নারী নেত্রী পপি রানী সরকার, সাংবাদিক সুভাষ সাহা প্রমুখ।
বক্তব্য শেষে নগরীর ৫০টি মন্দিরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ পূজার উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।