নিউজ ব্যাংক ২৪. নেট : প্রতীকী মবসন্ত্রাসী-ছিনতাইকারী-ধর্ষক-
শুক্রবার ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৫ কি পেলো বাংলাদেশ? স্লোগানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-খুন-সন্ত্রাস-
এসময় এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নির্ধারণ প্রস্তাব খাদ্য উপদেষ্টা, দুর্নীতি-খুন-সন্ত্রাস-ধর্ষণরো
মোমিন মেহেদী এসময় বলেন, নতুনধারার রাজনীতিকগণ ক্ষমতার নয় জনতার রাজনীতি করে। যে কারণে কোনো জোট-মহাজোট-যুগপৎ-এলায়েন্স বা মোর্চায় যুক্ত হয়নি, হবেও না নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধি- দেশপ্রেমিকদের রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবি। কেননা, কোনো এলায়েন্সই জনতার পক্ষে নয়; তারা ক্ষমতায় আসবার বা থাকবার রাজনীতি করে।
‘চালের দাম ভর্তুকি ৪০ টাকা করো’ ‘সরকারি অর্থায়নে চিকিৎসাসেবা উন্নত করো’ ‘দ্রব্যমূল্য স্থিতিশীল ও পর্যবেক্ষণ কমিশন গঠন করো’ ‘মবসন্ত্রাস-চাঁদাবাজী-ছিনতাই-
জনপ্রস্তাব সমাবেশে আইন-শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র, চিকিৎসাসেবা উন্নত না করে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ায় স্বাস্থ্য, দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হওয়ায় খাদ্য ও বেকারত্ব বৃদ্ধি হওয়ার প্রতিবাদে যুব ও ক্রীড়া উপদেষ্টার কুষপুত্তলিকা দাহ করেন নতুনধারার নেতৃবৃন্দ।