29 Ashin 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / পি আর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে- মাওলানা আবদুল জব্বার

পি আর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে- মাওলানা আবদুল জব্বার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ শহরে পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ও দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত হয়।
ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে মঙ্গলবার ৭ অক্টোবর বাদ আসর শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে শুরু করে বিবি রোড হয়ে ডি আইটি মার্কেট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ। শত শত নেতা কর্মীকে এ সময় ৪ ও ৫ আসনের এমপি প্রার্থীদের নির্বাচনী প্লে কার্ড প্রদর্শন করতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর এবং নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
শতাধিক নেতাকর্মী নিয়ে আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক,  মহানগরী মজলিসে শুরা সদস্য ফরিদ উদ্দিন আহমাদ প্রমূখ।
এসময় মাওলানা আবদুল জব্বার বলেন নির্বাচন যত ঘনিয়ে আসছে  দেশের মানুষ জামায়াতের প্রতি তাদের ভালোবাসা আরো বাড়িয়ে   দিচ্ছে । দেশের জনগন তাদের প্রকৃত নেতৃত্ব বেছে নিতে পারবেন। আমরা মনে করি পি আর পদ্ধতিতে নির্বাচন  হলে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে। ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লার ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন...

যানজট নিরসন কর্মীদের উপর হামলার ঘটনার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল

নিউজ ব্যাংক ২৪. নেট : অ‌টো রিক্সা চালক‌দের সাথে তর্ক-‌বিতর্ক চল‌ছিল, সেসময় চাল‌কের মোবাইল ফোন ও …