28 Ashin 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / না’গঞ্জে ১৮ দিন ব্যাপী টাইফয়েড টিকাদানে ৫ লাখ ৮৭ হাজার ৫৬৫ জন শিশুকে কর্মসূচির আওতায় টিকাদান করা হবে- সিভিল সার্জন

না’গঞ্জে ১৮ দিন ব্যাপী টাইফয়েড টিকাদানে ৫ লাখ ৮৭ হাজার ৫৬৫ জন শিশুকে কর্মসূচির আওতায় টিকাদান করা হবে- সিভিল সার্জন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে টাইফয়েড প্রতিরোধে শুরু হচ্ছে ১৮ দিনব্যাপী “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫”।

বৃহস্পতিবার ৯ অক্টোবর সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন বিদ্যালয়-বহির্ভূত শিশুদের কমিউনিটি পর্যায়ে (আউটরিচ ইপিআই কেন্দ্রে) টিকা প্রদান করা হবে। যেসব শিশু কোনো কারণে বাদ যাবে, তারা উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।

জেলার ৫টি উপজেলা (সিটি করপোরেশন এলাকা ছাড়া) এই ক্যাম্পেইনের আওতায় থাকবে। সিভিল সার্জন জানান, জেলার মোট ৫ লাখ ৮৭ হাজার ৫৬৫ জন শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে ৪ লাখ ৮৫৮ জন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী এবং ১ লাখ ৮৬ হাজার ৭০৭ জন বিদ্যালয়-বহির্ভূত শিশু।

পুরো জেলায় ২,১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১,০৫৬টি অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটি বিদ্যালয়ে ২ জন টিকাদান কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি টিকাদান কেন্দ্রে ১ জন টিকাদান কর্মী ও ২ জন স্বেচ্ছাসেবকসহ ৩ জনের দল কাজ করবেন।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ৯ সেপ্টেম্বর সিভিল সার্জন কার্যালয়ে সভায় জেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ মাইকিং, প্রচারপত্র বিতরণ ও বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্যাম্পেইন সফল করতে জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন, জেলা তথ্য অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে প্রচারণা চলছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে একাধিক সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সব ইমামদের জুমার খুতবার আগে জনগণকে টিকা বিষয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়েও টেলিভিশন, সংবাদপত্র, মোবাইল মেসেজ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে। গত ৮ অক্টোবর ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ওলামা মাশায়েখ ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক। ক্যাম্পেইন চলাকালে জরুরি চিকিৎসা সহায়তার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. শিউলি আক্তার, ডা. আফরোজা আক্তার পলি, ডা. জাহানারা আক্তার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. খোরশেদুল ইসলাম খান। সঞ্চালনা করেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. লুৎফর রহমান। সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সঠিক সময়ে টিকা নিলে শিশুরা এ রোগ থেকে নিরাপদ থাকবে। আমরা আশা করি, সবার সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলাকে শতভাগ টিকা কাভারেজের আওতায় আনা সম্ভব হবে।

আরও পড়ুন...

এ সরকারের শাসনামলেই গণহত্যার বিচার কাজ শেষ করতে পারবো বলে আশাকরি- উপদেষ্টা আসিফ নজরুল 

নিউজ ব্যাংক ২৪. নেট : জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি স্মরণে বাংলাদেশের প্রথম স্মৃতি স্তম্ভ নারায়ণগঞ্জে “জুলাই …