শুক্রবার ১০ অক্টোবর বাদ জুম্মা নারায়ণগঞ্জ শহরের ১৩নং ওয়ার্ডস্থ নূর মসজিদ প্রাঙ্গণে নামাজ শেষে তিনি লিফলেট বিতরণ করেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের শহর-বন্দর এলাকায় প্রায় ২০০টি মসজিদে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩০টি মসজিদে লিফলেট দেন বাবুল ও তার সমর্থকরা। জুম্মা নামাজের আগে তিনি মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশি ও প্রাইম গ্রæপের চেয়ারম্যান শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় মানুষের আকাক্সক্ষা ফুটে উঠেছে। আমরা বাবুলের পক্ষে যখন ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাই, দেখতে পাই একজন গ্রাম ও শহরের মানুষও ৩১ দফা পড়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাই জাতির কল্যাণে ৩১ দফার বিকল্প নেই। তারেক রহমান বলেছেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে তারা বিএনপির কেউ না। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা মানুষের অকল্যাণ হয় এমন কাজ করতে পারে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে বিএনপির নেতাকর্মীদের এক থাকতে হবে। এজন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী হবেন তার সাথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
তাছাড়া নারায়ণগঞ্জের ২ শতাধিক মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।