18 Agrohayon 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / বেগম খালেদা জিয়া রাজনৈতিক সংকটেও কারও সঙ্গে আপোষ করেননি- মাসুদুজ্জামান মাসুদ

বেগম খালেদা জিয়া রাজনৈতিক সংকটেও কারও সঙ্গে আপোষ করেননি- মাসুদুজ্জামান মাসুদ

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার ১লা ডিসেম্বর বাদ আছর নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ।

বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির সম্পদ নন, তিনি গণমানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ। সারাদেশে দলমত নির্বিশেষে মানুষ তার জন্য দোয়া করছে, এটাই প্রমাণ করে উনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।মাসুদুজ্জামান আরও বলেন, বাংলাদেশের জন্য তিনি অসীম ত্যাগ স্বীকার করেছেন স্বামী, সন্তান, স্বজন হারিয়েছেন। বহু রাজনৈতিক সংকটেও আপোষ করেননি। তিনি কখনো আমাদের ছেড়ে যাননি, জনগণের পাশেই থেকেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

ছাত্রদল নেতাদের উদ্দেশে মাসুদুজ্জামান বলেন, “ বিএনপি ছাত্রদলকে নিয়ে গর্ব করে। সেই গর্বকে জনগণের গর্বে রূপ দিতে হবে আপনাদেরই। ভলেন্টিয়ার কাজ, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, এসব ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। আপনারা মেডিকেল টিম গড়ে জনগণের সেবা করতে পারেন।”


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসূফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলাদলের সভাপতি দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা, সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, সাবেক কাউন্সিলর শওকত হোসেন শকু, তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত প্রমুখ সহ মহানগর বিএনপি’র বিভিন্ন এলাকায় নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. শিব্বীর আহম্মেদ। এ সময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন...

এত বড় বড় কথা বলছে তারা গত ১৫ বছর কোথায় ছিলো- সাখাওয়াত

নিউজ ব্যাংক ২৪. নেট : ১২নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির …