10 Magh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমি আশা করি, বিপুল ভোটে জয়লাভ করবো- গিয়াস উদ্দিন 

জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমি আশা করি, বিপুল ভোটে জয়লাভ করবো- গিয়াস উদ্দিন 

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ছাত্রজীবন থেকে জনগণের কল্যাণে কাজ করে আসছি। নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সেই সুবাদে তারা ও এলাকার জনগণ আমার সাথে আছে। আল্লাহ ও জনগণের উপর আস্থা রাখি, এই নির্বাচনে আমি সফলতা আনবো।
‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।
‎গিয়াস উদ্দিন বলেন, আমার দৃঢ় বিশ্বাস, জনগণ ও নেতাকর্মীরা আমার প্রতি আস্থাশীল ও সহানুভূতিশীল। ইনশাআল্লাহ আমরা কাজ করে বিজয় অর্জন করতে সক্ষম হবো।
‎তিনি আরও বলেন, আমি আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এবারে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসে সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। চারটি আসনের নেতাকর্মীরা চেয়েছেন আমি চার আসন থেকেই নির্বাচন করি। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের অসংখ্য নেতাকর্মীর সঙ্গে আমার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সম্পর্ক রয়েছে। তাদের দাবির প্রতি সম্মান রেখেই আমি দুইটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি।
‎গিয়াস উদ্দিন বলেন, ছাত্রজীবন থেকে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা আমার পাশে ছিলেন। বহু নির্যাতন ও অত্যাচারের মধ্যেও তারা আমাকে ছেড়ে যায়নি। এখনও বিএনপির অধিকাংশ নেতাকর্মী আমাকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এবং আমার সঙ্গে কাজ করছে। যদিও দুইটি আসনে নির্বাচন করা কষ্টসাধ্য, তবে জনগণই আমার শক্তি। জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমি আশা করি, বিপুল ভোটে জয়লাভ করবো।
‎এ সময়ে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মইনুল হোসেন রতন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ-সভাপতি কবির প্রধান, কতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সদর থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ সাধারণ সম্পাদক সামসুল হক তমাল সহ অসংখ্য নেতৃবৃন্দ।
এমপি পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার  কাশিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড হাটখোলা থেকে প্রচারণা শুরু করে খিল মার্কেট, বাংলাবাজার, আমবাগান, গাঙ্গলিবাড়ি, দেওভোগ মাদ্রাসা, পূর্ব নগর হয়ে পথ সভা শেষ করেন।

আরও পড়ুন...

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন জিসান আহমেদ বিপু

কোটা আন্দোলন থেকে শুরু করে ২৪ এর গনঅভ্যুথানের নেতৃত্ব দেয়া ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক …