15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / র‌্যাব-১১ এর অভিযানে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১ এর অভিযানে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড হতে চাষাড়া গামী রাস্তার পূর্ব পাশে চাঁনমারী মালেকের বস্তিতে ১৯ শনিবার সেপ্টেম্বর ২০২০ দিবাগত রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে ১১০ পুঁরিয়া গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৬,৮০০/- টাকা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো। ১। মোঃ নাজমুল (২২), ২। আয়নাল (৩০) ও ৩। রিপন মিয়া (২৫)।

গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ নাজমুলে’র বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারি বস্তি, আয়নালে’র বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন ভোলারপাড়া ও রিপন মিয়া’র বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন শিলাশী নগর এলাকায়।

গ্রেফতারকৃত আসামী’রা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ, নরসিংদী ও এর আশপাশের এলাকায় গোপনে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামী’দের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

চাঁদার দাবীতে রূপগঞ্জে বৃদ্ধাকে গুলি করে হত্যার চেষ্টা অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ শফিকুল ইসলাম …