নিউজব্যাংক ২৪ ডট নেট: নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়াকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর দেখতে চায় এলাকাবাসি। কিছুদিন যাবৎ ফেইসবুকে তার সমর্থকরা তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় বলে ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছে।
এলাকা বাসি জানায় রাগীব ভুইয়া একজন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতির দ্বায়ীত্ব পালন করছেন। তিনি তার কর্মী দের নিয়ে নারায়ণগঞ্জ সহ দেশের যে কোন খারাপ সময় মানুষের পাশে দাড়ায়। করোনায় সারা বাংলাদেশে সবার প্রথম মাস্ক বিতরন করে আলোচনায় আসে। তার পর হ্যান্ড স্যানিটাইজার ১৭ নং ওয়ার্ড এ বিতরন করেন সবার আগেই। খাদ্য সামগ্রি সহ করোনায় ব্যাপক ভাবে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। এছাড়া তিনি ইউনাইটেড ক্লাব লি: এর কোষাধ্যক্ষ , নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির কার্যকরি সদস্য, নারায়ণগঞ্জ গম চাউল আরৎদার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদকের দ্বায়ীত্ব পালন করছেন। তিনি সমাজ সেবকের পাশাপাশি সফল ব্যাবসায়ী।
স্বচ্ছ নামে একজন এলাকা বাসি জানান, নাসিক মেয়র আইভীর সাথে তার ব্যাক্তিগত খুব ভালো সম্পর্ক। তিনি এলাকাবাসির জন্য কিছু চাইলে মেয়র না করতে পারবে না। তার গ্রহন যোগ্যতা অনেক। তিনি কাউন্সিলর হলে সকল সমস্যা খুব তারা তারি সমাধান হতো।
তাছাড়া তিনি এই এলাকার কৃতি সন্তান আলহাজ্ব আলতামাস ভু্ইয়ার সন্তান। আলতামাস ভুইয়ার অনেক সমর্থক রয়েছে। তারাও রাগীব কে এলাকার উন্নয়নের জন্য তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক রাগীবের সমর্থক জানান রাগীব কে সবাই কাউন্সিলর হিসেবে দেখতে চায়। কিন্তু রাগীব নির্বাচনে আগ্রহী না। ও নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এর মাধ্যমেই সমাজসেবা করতে চায়। ও এই সংগঠনের মাধ্যমেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু আমরা চাই সে তার যায়গা থেকে বের হয়ে আরো ব্যাপক ভাবে মানুষের সেবা করতে পারে।
এ ব্যাপারে রাগীব ভুইয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
newsbank24.net সত্যের পথে সবসময়