27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নাঃগঞ্জে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠান বাতিল 

নাঃগঞ্জে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠান বাতিল 

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল এবং বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির নেতাদের অংশ নেওয়ার কথা ছিল।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গণমাধ্যমে বলেন, কমিউনিটি সেন্টারে নেতা–কর্মীরা আসা শুরু করলে বেলা আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে একদল পুলিশ আসে। তারা ইফতার অনুষ্ঠানে বাধা দেয় এবং না করার জন্য হুমকি দেয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে গেলেও তাঁরা অনুমতি দেননি।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম গণমাধ্যমে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। অনুমতির জন্য কেউ তাঁর কাছে আসেননি।

জেলা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদ গণমাধ্যমের কাছে বলেন, ইফতার অনুষ্ঠান না করার জন্য পুলিশ এসে চাপ প্রয়োগ করে এবং কমিউনিটি সেন্টার ত্যাগ না করলে নেতা–কর্মীদের গ্রেফতার করার হুমকি দেয়। পরে বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি অনুমতি দেননি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম গণমাধ্যমের কাছে বলেন, সেখানে দুর্ঘটনা ঘটেছে, এমন তথ্য পেয়ে পুলিশ গিয়েছিল। পরে পুলিশ সদস্যদের তিনি চলে আসতে বলেছিলেন। অনুষ্ঠান বন্ধের বিষয়ে তিনি কিছুই জানেন না।

আরও পড়ুন...

যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরাইল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে- খেলাফত মজলিস

নিউজ ব্যাংক ২৪. নেট : খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় …