27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ফতুল্লায় বাসদের জীবাণুমুক্ত করার কার্যক্রম পরিচালনা

ফতুল্লায় বাসদের জীবাণুমুক্ত করার কার্যক্রম পরিচালনা

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বাসদ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার উদ্যোগে সোমবার ৩০ মার্চ সকাল ১০ টা ফতুল্লায় জীবাণুমুক্ত করার কার্যক্রম পরিচালিত হয়।

বাসদ নেতা কর্মীরা এলাকার মানুষদের করোনা ভাইরাস সংক্রমন বিষয়ে এর লক্ষণ, করণীয় তুলে ধরেন এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য স্বল্প খরচে স্যানিটাইজার তৈরি এবং ব্যবহার করা যায় তার প্রশিক্ষণ দেয়া হয়।

এসময়ে উপস্থিত ছিলেন বাসদ জেলা ফোরামের সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সমন্বয়ক এম এ মিল্টন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিমূল, মোফাজ্জল হোসেন, খোরশেদ আলম, ফয়সল আহমেদ রাতুল।

আগামীকালও বাসদের এ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন...

যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরাইল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে- খেলাফত মজলিস

নিউজ ব্যাংক ২৪. নেট : খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় …