19 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / বিএনপি-জামায়াতের কপালে শনি আছে_ সাংসদ শামীম ওসমান

বিএনপি-জামায়াতের কপালে শনি আছে_ সাংসদ শামীম ওসমান

নিউজ ব্যাংক ২৪. নেট : দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে  বিএনপি-জামায়াতের কপালে শনি আছে বলে হুঁশিয়ারি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, আপনারা আমাদের সঙ্গে খেলতে চান, আমরাও প্রস্তুত। সব অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলবো। সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে খেলবো। যে কোনো ধরনের খেলা খেলতে চান আমরা সেই খেলাই খেলবো এবং আমরা জিতবো।

শনিবার ২০ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৭ আগস্ট নারায়ণগঞ্জে সমাবেশ করবেন জানিয়ে শামীম ওসমান বলেন, ২৭ তারিখ সমাবেশ হবে। নারায়ণগঞ্জের সব স্বাধীনতার স্বপক্ষের লোকদের এক মঞ্চে চাই। আমি বাংলাদেশকে শকুনদের হাত থেকে রক্ষা করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখাতে চাই আপনার ওপর আঘাত করলে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না।

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা ও বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান প্রমুখ।

আরও পড়ুন...

সাবেক এমপি এড. আবুল কালাম ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা’র নেতৃত্ব না’গঞ্জে বর্ণাঢ্য র‍্যালী

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ …