17 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / না’গঞ্জে একই মাদ্রাসা’র দুই ছাত্র নিখোঁজ

না’গঞ্জে একই মাদ্রাসা’র দুই ছাত্র নিখোঁজ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বন্দরে মেহেদি হাসান (৯) ও মোঃ আলিফ (১০) নামে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

গত ৭ নভেম্বর বেলা ২টায় পুরান বন্দর চৌধুরী বাড়ীস্থ মদিনাতুল আবরাম হাবিবনগর মাদ্রাসা হতে নিখোঁজ হয়। এরা দু’জনই উক্ত মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় উভয়ের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় পৃথক পৃথক জিডি এন্ট্রি হয়েছে। নিখোঁজ দু’ শিশুর মধ্যে মেহেদি হাসান পুরান চৌধুরী বাড়ী এলাকার বাহরাইন প্রবাসী সোহেল মোল্লার পুত্র এবং আলিফ একই এলাকার রাজমিস্ত্রি আলাল মিয়ার ছেলে। উভয়ের ডায়েরীতে উল্লেখ করা হয়, মেহেদি হাসান ও আলিফ প্রতিদিনের ন্যায় সোমবার সকালে মাদ্রাসার ক্লাসে যায়। বেলা ২টায় তারা টিফিন খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে এরপর থেকে নিখোঁজ হয়।

নিখোঁজ ছাত্র ২জন বাড়িতে না যাওয়ায় উভয়ের পরিবারের লোকজন মাদ্রাসায় যোগাযোগ করলে মাদ্রাসার শিক্ষকরা জানায় তারা টিফিনের সময় বের হয়ে আর ক্লাসে আসেনি। পরে উভয়ের পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন।

আরও পড়ুন...

সাবেক ডিআইজি গাজী মোজাম্মেল গং এর বিরুদ্ধে বসতবাড়ী অবৈধ দখলে অভিযোগ

নিউজ ব্যাংক ২৪. নেট : ভূমিদস্যু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, …