16 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / নৌ-শ্রমিকদের নূন্যতম মজুরী ২০ টাকা করা সহ ৭ দফা দাবীসহ ২৮ নভেম্বর দেশব্যাপী নৌযান কর্মবিরতী সফলের লক্ষ্যে না’গঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

নৌ-শ্রমিকদের নূন্যতম মজুরী ২০ টাকা করা সহ ৭ দফা দাবীসহ ২৮ নভেম্বর দেশব্যাপী নৌযান কর্মবিরতী সফলের লক্ষ্যে না’গঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

 নিউজ ব্যাংক ২৪. নেট :  সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক নৌ-শ্রমিকদের নূন্যতম মজুরী ২০ টাকা করা সহ ৭ দফা দাবীতে আগামী ২৮ নভেম্বর নৌযান শ্রমিকদের কর্ম বিরতীসহ বিক্ষোভ সমাবেশ সফলের লক্ষ্যে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার ১৬ নভেম্বর বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গন এবং নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল পল্টনে মানববন্ধন কর্মসূচি পালন এবং নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে নৌ-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নৌ-শ্রমিকরা নৌ-পথে পণ্য ও যাত্রী পরিবহনে জীবনের ঝুঁকি নিয়ে নৌ সেক্টরে দিন-রাত কাজ করে যাচ্ছেন। কিন্তু যখনই মজুরী বৃদ্ধির সময় হয় তখনই মালিক গোষ্ঠীর চক্রান্তে ও মুখোশধারী নেতা, নামধারী দালালদের কারনে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যখনই আমরা বিভিন্ন দাবী আদায়ে ঐক্যবদ্ধ হই তখনই মালিক গোষ্ঠী নেতাদের নামধারী দালালদের ব্যবহার করে আন্দোলন ব্যাহত করে। বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারনে পূর্বের বেতনে পরিবার-পরিজন নিয়ে নৌ শ্রমিকদের চলতে কষ্ট হচ্ছে। গত ২০১৬ সালে ৫ বছরে বেতন কাঠামো গেজেটের মেয়াদ শেষ হয়েছে ১৬ মাস পূর্বে। নতুন মজুরী কাঠামো নির্ধারনের জন্য দাবী আকারে পত্র দেওয়া হলেও অদ্যবদি আমাদের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করেনি। এমতাবস্থায় অবিরাম কর্মবিরতী পালন করা ছাড়া আমাদের আর কোন পথ খোলা নেই। তাই এখনই সময় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী ২৮ নভেম্বর হতে দাবী আদায়ের লক্ষ্যে যার যার অবস্থান থেকে নৌ শ্রমিকদের কর্ম বিরতী পালন করুন।

মানববন্ধনে সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য কোয়ার্টার মাষ্টার আব্দুর রব এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদ নেতা মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিলুল্লাহ, আক্তার হোসেন, শাহাদাত হোসেন, শাহ আলম, মোজাম্মেল হক, সবুজ সিকদার, মুন্না, কবির হোসেন, নিজাম উদ্দিন, মোঃ হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন...

না’গঞ্জে হকার ও যানজট নিরসনে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন- ডিসি জাহিদুল

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পূর্ণমিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান …