15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নবীগঞ্জে আ’লীগের কার্যালয়ে হামলা-ভাংচুর তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীগঞ্জে আ’লীগের কার্যালয়ে হামলা-ভাংচুর তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বন্দরের নবীগঞ্জে ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে অতর্কিত হামলা-ভাংচুর তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।গত ১৮ নভেম্বর শুক্রবার রাতে
২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোসাদ্দেক আলী আঙ্গুর, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহাবুবুর রহমান কমল ও যুবলীগ নেতা সুজুর নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচীর শুরুতেই নেতৃবৃন্দ ২৩নং ওয়ার্ডের কদমরসুল মোড় হতে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কবিলের মোড় হয়ে পৌরসভা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হন। সমাবেশে আঙ্গুর,কমল ও সুজু ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সাইদুল ইসলাম কুদ্দুস, যুবলীগ নেতা সাইদুজ্জামান শাকিল, মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আমরা ৪৮ ঘন্টা সময় দিলাম যদি ৪৮ ঘন্টার মধ্যে যদি ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে হামলা-ভাংচুরকারীদের আইনের আওতায় আনা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে বাধ্য থাকিব। আমরা নারায়ণগঞ্জের সিংহ পুরুষ শামীম ওসমানের সৈনিক আমরা খেলতেও জানি। ২দিনের মধ্যে যদি দোষীদের গ্রেফতার করা না হলে আমাদের খেলা শুরু হয়ে যাবে।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …