মঙ্গলবার ১০ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহিদ মোঃ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এসময় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলাদা আলাদা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, দেশ স্বাধীনের পর লন্ডনে এয়ারপোর্টে বঙ্গবন্ধুর জন্য সেখানকার প্রধানমন্ত্রী সকল প্রোটকল ভেঙে গাড়ির দরজা খোলেন। তিনি বলেছিলেন একটি দেশের স্বাধীনতার মহা নায়ককে আমি সম্মান জানিয়েছি। সেখান থেকে দিল্লি হয়ে তিনি বাংলাদেশে ফেরেন। মিসেস গান্ধীর সাথে তার কথা হয়েছিল। তিনি বলেছিলেন এক কোটি মানুষকে আমি আশ্রয় দিয়েছি যুবকদের আমি ট্রেনিং দিয়েছি। বঙ্গবন্ধু সেসময় বলেছিলেন আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনি বলুন আপনার সেনাবাহিনী সেখান থেকে ফেরত আসবে। বঙ্গবন্ধু এমন ব্যক্তিত্ব সম্পন্ন নেতা ছিলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আমরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা যোগ্য নেতৃত্ব গড়ার চেষ্টা করছি। যারা এ মহানগর আওয়ামী লীগের দুঃসময়ে কাজ করেছিল আজ তাদের আমরা মূল্যায়িত করার চেষ্টা করবো।
newsbank24.net সত্যের পথে সবসময়