17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সাক্ষাৎকার / সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইনের মৃত্যুতে পিপি ওয়াজেদ আলী’র শোক প্রকাশ 

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইনের মৃত্যুতে পিপি ওয়াজেদ আলী’র শোক প্রকাশ 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট :   সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন।
শুক্রবার ২৪ এপ্রিল সকালে এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এর আগে বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে ও অনেক আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। আজ ঢাকায় তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
শোক বার্তায় পিপি ওয়াজেদ আলী খোকন জানান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইনের মৃত্যুতে, আমরা নারায়ণগঞ্জ জেলার সকল আইনজীবী গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক। সকলকে তার আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর নিকট প্রার্থনা করার অনুরোধ করছি।
2 Attachments

আরও পড়ুন...

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান- পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ব্যাংক ২৪. নেট : পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ …