27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও খাদ্র সামগ্রী বিতরণ করলেন ইঞ্জিঃ মাসুম চেয়ারম্যান

ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও খাদ্র সামগ্রী বিতরণ করলেন ইঞ্জিঃ মাসুম চেয়ারম্যান

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  :  কভিট-১৯ করোনা ভাইরাস বিস্তারের কারনে সারা বিশ্ব যখন নিরব ঠিক তখন দু’বেলা খাবারের আশায় দুশ্চিন্তায় দিন কাটছে বাংলাদেশের কোটি কোটি নিম্ন আয়ের মানুষের। খেটে খাওয়া কোটি মানুষের কাজ না থাকায় ঘরে বন্ধি জীবন অতিবাহিত করছে। সবচেয়ে বেশি দুর্বিপাকে পড়েছেন সমাজের অসহায় ভিক্ষুকেরা। দেশের এই সংকটময় অবস্থায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রায় দুই শতাধিক ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও খাদ্র সামগ্রী বিতরণ করলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এবং পিরোজপুর ইউনিয়নের নির্বাচিত সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

শুক্রবার ২৪ এপ্রিল বাদ জুম্মা সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নস্থ মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে চাল, আলু, ডাল,সাবান ও এক কেজি লবণ ।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম গণমাধ্যমকে এক বিবৃত্বিতে বলেন,  দেশে চলমান লকডাউনে সাধারণ মানুষ বাইরে বের হতে না পারায় ভিক্ষা বন্ধ রয়েছে ভিক্ষুকদের। এমন দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের সকল মানুষের খাদ্যের ব্যবস্থার অংশ হিসেবে সোনারগাঁয়ের প্রায় দুই শতাধিক ভিক্ষকদের মাঝে আজ নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হলো। পর্যায়ক্রমে ভিক্ষকদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। তাছাড়া আমার ইউনিয়নের সকল ওয়ার্ড এবং গ্রামে প্রায় সকল বাড়ীতে আমরা খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। তাছাড়া চলমান পরিস্থিতি যত দিন থাকবে তত দিন েএই ত্রাণ সহায়তা আমি ইনশাল্লাহ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মমতাজ বেগম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু প্রমুখ।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …