16 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার- ২

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার- ২

নিউজ ব্যাংক ২৪. নেট : বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণের উপর হামলার ঘটনায় সোমবার ১০ এপ্রিল সোমবার ভোরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কাঞ্চন ব্রিজ এলাকা থেকে দু’জন কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে কাঞ্চন চরপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আফজাল হোসেন (৩২) ও কাঞ্চন পৌরসভার খাঁপাড়া গ্রামের হিরন ফকিরের ছেলে সাজু ফকির (৩৫)। এদের মধ্যে আফজাল হোসেন এজাহারনামীয় আসামি। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশের এস আই হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গত ৪ এপ্রিল রাত দশটার দিকে কাঞ্চন বাজারের চায়ের দোকানে পানি পান করার গ্লাস ভেঙ্গে রিকশাচালক আফজাল হোসেন একাই সোহেলের উপর হামলা চালায়। হামলায় সোহেল কিরণের কান, গলা, পেট ও হাত-পায়ে রক্তাক্ত জখম হয়।

আরও পড়ুন...

চাঁদার দাবীতে রূপগঞ্জে বৃদ্ধাকে গুলি করে হত্যার চেষ্টা অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ শফিকুল ইসলাম …