18 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ১৫ ও ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ১৫ ও ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলা উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ২১ আগষ্ট সকালে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে চৌধুরী মল রাজধানী সুপার মার্কেটে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মাসুদুর রহমান দিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ও-ই সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একই সংস্থার উপদেষ্টা দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ।
এসময় সংস্থার চেয়ারম্যান বক্তব্যে বলেন- বাংলার শেষ নবাব সিরাজ উদ্দৌলা’র পতন ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ-ই উভয় পতনের মূল কারণ ছিল সঠিক নেতৃত্বের অভাব। সঠিক নেতৃত্ব বাছাইতে ত্রুটি হলে, আবারও নতুন পতনের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সতর্ক দৃষ্টি কামনা করছি।
এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম মহাসচিব রুহুল আমিন প্রধান, যুগ্ম মহাসচিব এ. বি. এম. সুবহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসান আলী, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ শানু, সাইদুর রহমান শহীদ প্রমূখ।

আরও পড়ুন...

ঈদের ১০ দিন পূর্বে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবীতে শ্রমিক জাগরণ মঞ্চ’র বিক্ষোভ সমাবেশ

নিউজ ব্যাংক ২৪. নেট :  আসন্ন ঈদুল আজহার ১০ দিন আগে সকল শ্রমিকদের পূর্ণ মজুরি …