27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / ফতুল্লার চাঞ্চল্যকর ইমন হত্যা মামলার পলাতক আসামী হান্নান র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

ফতুল্লার চাঞ্চল্যকর ইমন হত্যা মামলার পলাতক আসামী হান্নান র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকা হতে ২০২১ সালের জুলাই মাসে সংগঠিত ইমন হত্যা মামলার পলাতক আসামী “হান্নান” র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমন (২২) হত্যা মামলার পলাতক আসামী হান্নান (২১)’কে গ্রেফতার করে।

ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী হান্নান ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম ইমন (২২)’কে হত্যা করে। হত্যার পর আসামীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় এবং পলাতক থাকে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী হান্নান (২১), পিতা- লিটন, সাং- দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী হান্নান (২১)’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

পূজায় বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া সবই শান্তিপূর্ণ ভাবে হচ্ছে- র‍্যাবের মহাপরিচালক

নিউজ ব্যাংক ২৪. নেট : র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত পূজায় …