5 Joishtho 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / দেশে বিচারধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার ২৩৫টি, বললেন আইনমন্ত্রী

দেশে বিচারধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার ২৩৫টি, বললেন আইনমন্ত্রী

নিউজ ব্যাংক ২৪. নেট : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সারাদেশের ৬৪ জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ৩৭ লাখ ২৯ হাজার ২৩৫টি। এ মামলার মধ্যে ১৫ লাখ ৯৬ হাজার ৪৪ টি দেওয়ানী মামলা এবং ২১ লাখ ৩২ হাজার ৭৯৪ টি ফৌজদারি মামলা।

সোমবার (৬ মে) সংসদের বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্য এ কে আবদুল মোমেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সরকার দলীয় সংসদ সদস্য মাহবুব উর রহমানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ২০২১ সালের ১০ জুন থেকে ২০২ সালের ২৮ এপ্রিল পর্যন্ত ১৭টি সাব-রেজিস্ট্রি অফিসে ১ লাখ ১০ হাজার ৫৪৮টি দলিল ই-রেজিস্ট্রেশন সিস্টেমে নিবন্ধিত হয়েছে।

আরও পড়ুন...

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়বে- প্রধানমন্ত্রী

নিউজ ব্যাংক ২৪. নেট : মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী …